ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

চীনের সৈকতে ৪ টন ওজনের তিমির মরদেহ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৫, ডিসেম্বর ২, ২০১৫
চীনের সৈকতে ৪ টন ওজনের তিমির মরদেহ

ঢাকা: চীনের শ্যানডং প্রদেশের রিঝাওয়ের নিকবর্তী সমুদ্র সৈকতে সম্প্রতি প্রায় ২৮ ফুট দৈর্ঘ্যের একটি তিমির মরদেহ পাওয়া গেছে।

প্রায় চার টনের তিমিটি দেখার পর স্থানীয়রা  দ্রুত ‘ব্যুরো অব ওশান অ্যান্ড ফিশারি’ কর্তৃপক্ষকে খবর দেন।

ব্যুরো কর্মীরা জানান, তিমিটি নিশ্চিত মাছ ধরার জালে আটকে শ্বাসরোধ হয়ে মারা গেছে।


পরবর্তী আরও পরীক্ষা-নিরীক্ষা করতে মৃত তিমিটিকে রেফ্রিজারেশন কক্ষে রাখা হয়। তিমি ও ডলফিন কনজারভেশন জানায়, ১৯৮৬ সালে জাতিসংঘ তিমি শিকার বন্ধের অস্থায়ী নিষেধাজ্ঞা জারির পরও ৩৬ হাজার সাতশো ৭৩ তিমি বাণিজ্যিক কারণে মেরে ফেলা হয়েছে।


যদিও জাপান, নরওয়ে ও আইসল্যান্ডের মতো দেশগুলো বলতে গেলে বিধি-নিষেধ অমান্য করেই তিমি শিক‍ার করছে। এ সপ্তাহে জাপান এক বছর ব‍াদে তাদের বৈজ্ঞানিক তিমি শিকার কর্মসূচি পুনরায় আরম্ভ করার ঘোষণা দিয়েছে।


যদিও ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস তিমি শিকার বন্ধে জোরদার।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।