ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

তালায় বিভিন্ন প্রতিষ্ঠানে আমের চারা বিতারণ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১১, সেপ্টেম্বর ১৫, ২০১৫
তালায় বিভিন্ন প্রতিষ্ঠানে আমের চারা বিতারণ

তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, ক্লাব ও সমবায় সমিতির সদস্যদের মধ্যে এক হাজার আম গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে খলিলনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) উদ্যোগে ইউপি কার্যালয় চত্বর থেকে এ চারা বিতরণ করা হয়।

এ উপলক্ষ্যে ইউনিয়ন পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

এতে বিশেষ অতিথি ছিলেন-তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহাবুবুর রহমান ও সহকারী মৎস্য কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।

এসময় ইউনিয়ন পরিষদের সচিব শেখ রেজাউল করিমসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।