ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

চরফ্যাশনে ২০ কেজি হরিণের মাংস উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০০, মার্চ ১৬, ২০১৫
চরফ্যাশনে ২০ কেজি হরিণের মাংস উদ্ধার

ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার চর কলমি এলাকার একটি বাড়ি থেকে ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ মার্চ) দুপুর ২টার দিকে এ মাংস উদ্ধার করা হয়।



শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দুপুরে চর কলমি এলাকায় কামাল হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। এসময় তার বসত ঘরে ২০ কেজি হরিণের মাংস পাওয়া যায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন আগেই পালিয়ে গেছে।

তাদের আটক করার চেষ্টা চলছে বলেও জানান ওসি।

এদিকে, স্থানীয়রা জানায়,  মিঠা পানির সন্ধানে প্রায়ই বন থেকে হরিণ জনপদে চলে আসে। এসব হরিণ ধরতে একটি অসাধু চক্র সক্রিয় হয়ে উঠেছে। এছাড়া চক্রটি বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চলে ফাঁদ পেতেও হরিণ শিকার করে আসছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।