ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

জলবায়ু ও পরিবেশ

সাগরে দুটি ঘূর্ণাবর্ত, সৃষ্টি হতে পারে নিম্নচাপ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৫, সেপ্টেম্বর ২১, ২০২৫
সাগরে দুটি ঘূর্ণাবর্ত, সৃষ্টি হতে পারে নিম্নচাপ বঙ্গোপসাগর

বঙ্গোপসাগরে দুটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এর একটি নিম্নচাপে রূপ নিতে পারে।

রোববার (২১ সেপ্টেম্বর) ভারত ও বাংলাদেশের আবহাওয়া অফিস এমন তথ্য জানিয়েছে।

উত্তর আন্দামান ও মিয়ানমারের সংশ্লিষ্ট বঙ্গোপসাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এটি লঘুচাপে রূপ নিতে পারে। এদিকে বৃহস্পতিবার নাগাদ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি পরবর্তী রূপ নিতে পারে নিম্নচাপে।

বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে।

ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।