ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জলবায়ু ও পরিবেশ

তিস্তাপাড়ে ফের বানের শঙ্কা

সিনিয়র করেসপেন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৮, সেপ্টেম্বর ৯, ২০২৫
তিস্তাপাড়ে ফের বানের শঙ্কা

বৃষ্টি বেড়ে যাওয়া তিস্তা অববাহিকায় আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশংকা দেখা দিয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন তথ্য জানিয়েছে।

পাউবো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে [উল্লেখযোগ্য- সিলেট ৯৯ মিলিমিটার; লরেরগড় (সুনামগঞ্জ) ৯৭মিলিমিটার], অপরদিকে উজানের পশ্চিমবঙ্গ ও মেঘালয় প্রদেশে মাঝারি-ভারী থেকে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে [উল্লেখযোগ্য- শিলং (মেঘালয়) ৫৬মিলিমিটার; জলপাইগুড়ি (পশ্চিম বঙ্গ) ৫৪মিলিমিটার]।  

আগামী ৭২ ঘণ্টায় (১২ সেপ্টেম্বর সকাল ৯টা পর্যন্ত) দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এবং তৎসংলগ্ন উজানে ভারতের মেঘালয়, আসাম ও পশিমবঙ্গ প্রদেশে মাঝারি-ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এই অবস্থায় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে এবং এ সময়ে তিস্তা নদী নীলফামারী ও লালমনিরহাট জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

গত দুই মাসে অন্তত দুইবার তিস্তার পাড়ে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

ইইউডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।