ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জলবায়ু ও পরিবেশ

অভিযানে ৯ টন পলিথিন জব্দ, ৪ লাখ টাকা জরিমানা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৯, আগস্ট ১৪, ২০২৫
অভিযানে ৯ টন পলিথিন জব্দ, ৪ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালানো হয়েছে। র‍্যাব-১১, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন এই অভিযানে অংশ নেয়।

 

চারটি কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে মোট সাত টন পলিথিন এবং ৭৮ বস্তা পিপি দানা জব্দ করা হয়। এই ঘটনায় চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। কারখানার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।  

এদিকে ময়মনসিংহে র‍্যাবের অভিযানে আনুমানিক দুই টন পলিথিন জব্দ করা হয়েছে। বুধবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, ১৩ আগস্ট দিবাগত রাতে ঢাকার কয়েকটি এলাকায় অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, র‍্যাব-১০ এবং ডিএমপি এই অভিযানে ছিল।  

ইমামগঞ্জ, সোয়ারিঘাট ও লালবাগের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। চকবাজার এলাকার কামালবাগ থেকে প্রায় ২০০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। একটি ভ্যান গাড়ি থেকে এসব পলিথিন উদ্ধার করা হয়।

বরিশালে পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পরিবেশ সচিব ফারহিনা আহমেদ প্রধান অতিথি ছিলেন।  

তিনি বলেন, পরিবেশ, জীববৈচিত্র্য ও মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি পলিথিন রোধে সরকারের পাশাপাশি ব্যবসায়ী ও নাগরিক সমাজকেও এগিয়ে আসতে হবে।  

এসকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।