বর্ষা মৌসুমের মাঝামাঝি সময় অতিবাহিত হচ্ছে। আগামী অক্টোবরে দেশ থেকে বিদায় নেবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা।
আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, অক্টোবর পর্যন্ত দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এই সময়ের মধ্যে বঙ্গোপসাগরে তিন থেকে পাঁচটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক থেকে দুটি রূপ নিতে পারে নিম্নচাপে।
অক্টোবর পর্যন্ত দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। বজ্রঝড় হতে পারে ১০ থেকে ১৫ দিন। এছাড়া বিচ্ছিন্নভাবে তিন থেকে পাঁচটি মৃদু (৩৬ ডিগ্রি থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি) থেকে মাঝারি (৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
এদিকে ঘূর্ণিঝড়ের আভাস না থাকলেও এই সময়ের মধ্যে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। অন্য এক পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, আগস্ট মাসে মৌসুমি ভারী বৃষ্টিপাতজনিত দেশের প্রধান নদ-নদীসমূহের পানি সমতল সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে। ভারী বৃষ্টিপাত জনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ইইউডি/এমজে