ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জলবায়ু ও পরিবেশ

মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সমুদ্রে যেতে মানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৪, জুলাই ১৫, ২০২৫
মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সমুদ্রে যেতে মানা ঝড়ের আশঙ্কা থাকায় মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে বিচরণ না করে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ, ফাইল ছবি

ঢাকা: ঝড়ের আশঙ্কা থাকায় মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে বিচরণ না করে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) এক পূর্বাভাসে এমন নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওযাবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণপশ্চিম উপকূল এলাকায় অবস্থিত স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।  

উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।