উপসহকারী কৃষি কর্মকর্তা/সমমান পদের বাছাই পরীক্ষা অংশগ্রহণকারী তিনজন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এস.এম. মতিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা চলাকালে তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনজন ভুয়া পরীক্ষার্থীকে বিভিন্ন রকম ইলেকট্রনিক ডিভাইসসহ আটক করা হয়।
ভুয়া পরীক্ষার্থী আব্দুল মালেক (৩২) পরীক্ষা চলাকালে মোবাইল দিয়ে প্রশ্নপত্রের ছবি তোলেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এক ব্যক্তিকে প্রেরণ করার চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়।
এ ছাড়া আরও দুইজন ভুয়া পরীক্ষার্থীকে ডিভাইসসহ আটক করা হয়। ভুয়া পরীক্ষার্থী সামিউল (২২) গেট দিয়ে প্রবেশের সময় এবং ভুয়া পরীক্ষার্থী আব্দুল মালেককে (৩৪) পরীক্ষা চলাকালে পরীক্ষার হলে ডিভাইসসহ আটক করা হয়।
এই তিনজন ভুয়া পরীক্ষার্থীকে হাতেনাতে ধরে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এমআইএইচ/এমইউএম