ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

বাজেট

ইসির বাজেট বরাদ্দ ১ হাজার ৮৯৫ কোটি টাকা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪০, জুন ৭, ২০১৮
ইসির বাজেট বরাদ্দ ১ হাজার ৮৯৫ কোটি টাকা

ঢাকা: ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় নির্বাচন কমিশনের জন্য ১ হাজার ৮শ’ ৯৫ কোটি ২৪ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। এরমধ্যে নির্বাচন পরিচালনার জন্য রয়েছে ১ হাজার ৬শ’ ৮৫ কোটি ২৪ লাখ টাকা। আর উন্নয়ন বরাদ্দ হিসেবে রাখা হয়েছে ২শ’ ১০ কোটি টাকা।

বৃহস্পতিবার (৭ জুন) অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে বাজেট পেশকালে ইসির জন্য এ বরাদ্দ রাখার প্রস্তাব করেন।

ইসির জন্য বরাদ্দ অর্থ ব্যয় করা হবে-ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম, জাতীয় সংসদের উপ-নির্বাচন, বিভিন্ন স্থানীয় সরকারের কিছু সাধারণ নির্বাচন ও উপ-নির্বাচন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র সরবরাহে।

 

এছাড়া জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই-শনাক্তকরণ সংক্রান্ত সুবিধা প্রদান অব্যাহত রাখা এবং নির্বাচন কমিশনের উন্নয়ন এবং নির্বাচন প্রক্রিয়া ও নির্বাচনী ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার জন্যও এ অর্থ ব্যয় হবে।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, জুন ০৭, ২০১৮
ইইউডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।