ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

বইমেলা

মেলায় তারিক সজীবের ৪র্থ বই

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৩, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
মেলায় তারিক সজীবের ৪র্থ বই

বইমেলা থেকে: এবারের অমর একুশে গ্রন্থমেলায় তরুণ কবি তারিক সজীবের তৃতীয় কবিতার বই ‘তুমি আজও আছ’ প্রকাশিত হয়েছে। এটি তার চতুর্থ বই।

বইটি প্রকাশিত করেছে বিজয় প্রকাশ থেকে। বিনিময় মূল্য ১০০ টাকা।

৪৯টি প্রেমের কবিতার সমন্বয়ে বইটি সাজানো। সম্প্রতি বইটির মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) অধ্যাপক শামসুজ্জামান খান।

বিজয় প্রকাশ থেকে এর আগে তারিক সজীবের আরও তিনটি বই প্রকাশিত হয়েছে। ২০১৩ সালে কবিতার বই ‘স্মৃতি নষ্ট হয়ে গেছে’ ও ২০১৪ সালে ‘আবার কবে হবে দেখা’ এবং ২০১৫ সালে উপন্যাস ‘তুমি আমারই ছিলে’ প্রকাশিত হয়।

সজীব বর্তমানে বাংলা একাডেমির মহাপরিচালকের কার্যালয়ে কর্মরত।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
আইএ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।