ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

বইমেলা

‘দূরের ক্যানভাস’ নিয়ে বইমেলায় শাহানা আকতার মহুয়া

বইমেলা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৮, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
‘দূরের ক্যানভাস’ নিয়ে বইমেলায় শাহানা আকতার মহুয়া

ঢাকা: অমর একুশে বইমেলায় এসেছে কানাডা প্রবাসী কবি, অনুবাদক শাহানা আকতার মহুয়ার অনুবাদ কাব্যগ্রন্থ ‘দূরের ক্যানভাস’।

কয়েকজন আদিবাসী নারীর কবিতা চিত্রিত হয়েছে বইটিতে।

কবিতাগুলোয় সরল প্রকৃতিনির্ভর জীবনের সঙ্গে আধুনিক চিন্তাধারার মিশ্রণ যেমন আছে, তেমনি নানা রূপকে উঠে এসেছে মানুষের প্রতি অবাধ ভালোবাসা, বিশ্বাস ও তীব্র অনুভব।

প্রবাস জীবনের নানা প্রতিকূলতায় লেখালেখিতে খানিকটা ছেদ পড়লেও থেমে যাননি তিনি। কিছুটা নিভৃতচারী মহুয়া লেখালেখির পাশাপাশি সম্পাদনা করেন সুরূচিশোভন সাহিত্যের কাগজ ‘ছান্দস’। কবিতায় মৌলিক অবদানের জন্য ২০০৬ সালে পশ্চিমবঙ্গ থেকে লাভ করেছেন ‘যতীন্দ্রমোহন বাগচী সম্মাননা পদক’।

বইটি একুশে বইমেলায় ঐতিহ্যের ২৫৮, ২৫৯, ২৬০ স্টলে পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।