ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিএনপি

খালেদার ব্যক্তিগত চিকিৎসক অন্তর্ভুক্তের দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৯, সেপ্টেম্বর ১৫, ২০১৮
খালেদার ব্যক্তিগত চিকিৎসক অন্তর্ভুক্তের দাবি বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: বাংলানিউজ

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গুরুতর শারীরিক অসুস্থতার দিকে ঠেলে দিতেই দলের অনুগত চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করানো জনমনে সন্দেহ ও শঙ্কার সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, সরকারের এ সিদ্ধান্ত বিপদজনক।

শনিবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আমি আবারও দাবি করছি, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের মেডিকেল বোর্ডে অন্তর্ভুক্ত করা হোক।

ডিজিটাল নিরাপত্তা আইন চলতি অধিবেশনে পাস করা হতে পারে উল্লেখ করে রিজভী বলেন, এই আইন পাস করা যাবে না। এটা পাস করলে গণমাধ্যম ও সাংবাদিকের স্বাধীনতা হুমকীর মুখে পড়বে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির নেতা আবুল খায়ের ভূঁইয়া, আব্দুস সালাম আজাদ, শাহ মো. আবু জাফর, মুনীর হোসেন, হেলেন জেরিন খান, আমিনুল ইসলাম, আবেদ রাজা, আলমগীর হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।