ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিএনপি

বরিশালে চাঁদাবাজির মামলায় বিএনপির ৩৩ নেতাকর্মীর জামিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২০, জুলাই ২৯, ২০১৮
বরিশালে চাঁদাবাজির মামলায় বিএনপির ৩৩ নেতাকর্মীর জামিন

বরিশাল: বরিশাল সিটি নির্বাচনকে ঘিরে বরিশালে চাঁদাবাজির মামলায় জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিনসহ ৩৩জনকে ছয় সপ্তাহের জন্য জামিন দিয়েছেন হাইকোর্ট বেঞ্চ।

রোববার (২৯ জুলাই) হাইকোর্ট বেঞ্চের বিচারপতি মো. আব্দুল হাফিজ ও বিচারপতি কাসেফা হোসাইনের সমন্বয়ের বেঞ্চ আসামি পক্ষের জামিন শুনানি শেষে এ আদেশ দেন।

আসামিদের পক্ষে মামলা পরিচালনা করেন বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন।

জানা গেছে, গত বুধবার (২৫ জুলাই) রাতে হামলা ও মারধর করাসহ ৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ৩৯জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন নগরের কাউনিয়া কালা খার বাড়ি এলাকার বেল্লাল।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।