ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

বিএনপি

বানিয়াচংয়ে ছাত্রদল নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২৩, জুন ৮, ২০১৮
বানিয়াচংয়ে ছাত্রদল নেতা গ্রেফতার

হবিগঞ্জ: বানিয়াচং উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ইলিয়াছ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৮ জুন) ভোরে উপজেলার মহব্বত খানী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইলিয়াছ আলী ওই গ্রামের ইসহাক আলীর ছেলে।

বানিয়াচং থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জালাল আহমেদ বাংলানিউজকে বলেন, বিশেষ ট্রাইব্যুনালে দায়ের করা একটি মামলায় ইলিয়াছ আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিলো। তাকে আদালতে পাঠানো হবে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, জুন ০৮, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।