ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিএনপি

বিএনপি নেতা হাবিবসহ ১৭ জন রিমান্ডে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৮, এপ্রিল ৩০, ২০১৮
বিএনপি নেতা হাবিবসহ ১৭ জন রিমান্ডে

ঢাকা: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবসহ ১৭ বিএনপি নেতা-কর্মীর চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৩০ এপ্রিল) রাজধানীর দুই থানার পৃথক মামলায় তাদের বিরুদ্ধে এ রিমান্ড মঞ্জুর করা হয়েছে।  

রমনা থানার দুই মামলায় ও শাহবাগ থানার এক মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজির করে রিমান্ড চায় পুলিশ।

আসামিপক্ষে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহসান হাবিব শুনানি শেষে পৃথক তিন মামলায় এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড পাওয়া আসামিরা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফারুক উল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, আমিনুর রহমান ওরফে নয়ন, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, কে এম জোবায়ের এজাজ, লতিফ উল্লাহ জাফর, প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল হাই ওরফে পল্লব, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল, সহ সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, শেখ মোহাম্মদ আলী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম পটু, ছাত্রদলের সদস্য আল মামুন, দ্বীন ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৮
এমআই/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।