ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিএনপি

কেসিসি মেয়র প্রার্থী মঞ্জুর নির্বাচনী প্রচারণা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৫৭, এপ্রিল ২৪, ২০১৮
কেসিসি মেয়র প্রার্থী মঞ্জুর নির্বাচনী প্রচারণা শুরু ধানের শীষ প্রতীক নিয়ে নজরুল ইসলাম মঞ্জু আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু

খুলনা: খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের ২০ দলীয় জোট প্রার্থী ধানের শীষ প্রতীকের নজরুল ইসলাম মঞ্জু আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

মঙ্গলবার (২৪ এপ্রিল) ফজরের নামাজ আদায়ের পর টুটপাড়া কবরস্থানে তার বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন।

সকাল সাড়ে ৯টার দিকে মহানগরীর বয়রাস্থ নির্বাচন কমিশন কার্যালয় থেকে নির্বাচনী প্রতীক গ্রহণ করেন মঞ্জু।

এরপর তিনি দলীয় কার্যালয়ে সর্বস্তরের নেতাকর্মী ও ২০ দলীয় জোটের নেতাদের উপস্থিতিতে দোয়া মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন।

দোয়া শেষে মহানগরীর প্রাণকেন্দ্রে ও মূল শহরে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণের মাধ্যমে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন মঞ্জু। এসময় তার সঙ্গে ২০ দলীয় জোটের নেতা-কর্মীরা ছিলেন।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা,  এপ্রিল ১৮, ২০১৮
এমআরএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।