ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ব্যাংকিং

পেঁয়াজ আমদানি অর্থায়নে সুদ সর্বোচ্চ ৯ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৮, অক্টোবর ২, ২০১৯
পেঁয়াজ আমদানি অর্থায়নে সুদ সর্বোচ্চ ৯ শতাংশ পেঁয়াজ

ঢাকা: পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে আমদানির অর্থায়নে সুদের হার সর্বোচ্চ নয় শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (০২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠায়।

এতে বলা হয়েছে, সাম্প্রতিককালে আন্তর্জাতিক বাজারে পেঁয়াজের মূল বৃদ্ধির কারণে স্থানীয় বাজারেও এর ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে।

ফলে বাজারে ভোক্তা পর্যায়ে পেঁয়াজের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে নিত্যপ্রয়োজনীয় পণ্য হিসেবে স্থানীয় বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত ও মূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে পেঁয়াজের আমদানি অর্থায়নের সুদহার সর্বোচ্চ নয় শতাংশ নির্ধারণ করা হলো।

এছাড়া পেঁয়াজ আমদানি অর্থায়নের ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে মার্জিনের হার নূন্যতম পর্যায়ে রাখার জন্য ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এমন নির্দেশনা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
এসই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।