ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ব্যাংকিং

ডিএমপির শিক্ষাবৃত্তি তহবিলে সাউথইস্ট ব্যাংকের অনুদান

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৭, অক্টোবর ৫, ২০১৮
ডিএমপির শিক্ষাবৃত্তি তহবিলে সাউথইস্ট ব্যাংকের অনুদান ডিএমপি পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার কাছে অনুদানের চেক হস্তান্তর করছেন সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন।

ঢাকা: সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) শিক্ষাবৃত্তি’র তহবিলে ২০ লাখ টাকার অনুদান দিয়েছে বেসরকারি খাতের সাউথইস্ট ব্যাংক লিমিটেড।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) ডিএমপি হেডকোয়াটার্সে ডিএমপি পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার কাছে অনুদানের ২০ লাখ টাকার চেক হস্তান্তর করেন সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপি পুলিশের ও সাউথইস্ট ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।