ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ব্যাংকিং

যেসব ব্যাংকে মিলবে ঈদের নতুন নোট

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৬, আগস্ট ৭, ২০১৮
যেসব ব্যাংকে মিলবে ঈদের নতুন নোট নতুন টাকা

ঢাকা: প্রতিবারই ঈদ উপলক্ষে জনসাধারণের জন্য নতুন নোট ছেড়ে থাকে বাংলাদেশ ব্যাংক। এবারও পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ১৩ থেকে ২০ আগস্ট পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া) বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে নতুন নোট বিনিময় করা হবে।

এছাড়া, ঢাকা শহরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ১৪টি শাখা থেকেও নতুন নোট বিনিময় করা যাবে। উল্লেখিত সময়ের মধ্যে ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে।



একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে পরিমাণ নির্বিশেষে যে কোনো মূল্যমানের ধাতব মুদ্রা নিতে পারবেন।

১৪ বাণিজ্যিক ব্যাংকের তালিকা:
১৪টি ব্যাংকের তালিকা

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।