ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ব্যাংকিং

স্ট্যান্ডার্ড চার্টার্ড মালয়েশিয়ার নতুন সিইও আবরার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৭, অক্টোবর ১০, ২০১৭
স্ট্যান্ডার্ড চার্টার্ড মালয়েশিয়ার নতুন সিইও আবরার

কুয়ালালামপুর: স্ট্যান্ডার্ড চার্টার্ড, মালয়েশিয়ার ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে আগামী ০১ নভেম্বর থেকে দায়িত্ব পালন করবেন আবরার আনোয়ার।

আবরার আনোয়ার ২০১১ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড, বাংলাদেশ শাখায় যোগ দেন। ২০১৪ সাল পর্যন্ত কর্পোরেট ক্লায়েন্ট কভারেজ বিজনেসম্যান হিসেবে দায়িত্ব পালনের পর ২০১৫ সালের জানুয়ারিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদের দায়িত্ব নেন তিনি।

কর্পোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে বাংলাদেশ, ভারত ও যুক্তরাজ্যে আনোয়ারের ২৬ বছরের অভিজ্ঞতা রয়েছে।

আসিয়ান ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সিইও এনা মার্স বলেন, ‘আমরা অনেক আশাবাদী যে, আবরারের দক্ষ নেতৃত্ব ও ব্যংকিং শিল্পে জ্ঞান মালয়েশিয়ায় আমাদের ব্যাংকিং ব্যবসাকে আরো সমৃদ্ধ করতে সাহায্য করবে’।    

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরাও আবরার আনোয়ারকে অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৮০৩ ঘণ্টা,  অক্টোবর ১০, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।