ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

বাহরাইন

বাহরাইনে জাতীয় শ্রমিকলীগের ইফতার ও দোয়া

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৬, জুলাই ১৪, ২০১৫
বাহরাইনে জাতীয় শ্রমিকলীগের ইফতার ও দোয়া ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাহরাইন থেকে: পবিত্র মাহে রমজান উপলক্ষে বাহরাইন প্রবাসীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয় শ্রমিকলীগ।

সোমবার (১৩ জুলাই) রাস-রোমান বাংলাদেশ ফার্স্ট ক্লাস রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলু তালুকদারের সঞ্চালনায় ও শ্রমিকলীগ সভাপতি আইয়ুবুর রহমান আকাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজের সভাপতি ফজলুর করিম বাবলু।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সমাজের সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাবুল, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এ হাসেম, যুবলীগ সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক নজির আহমেদ, সহ-সভাপতি জিয়া উদ্দীন ভুঁইয়া স্বপন ও আল মাহমুদ ভুঁইয়া বাবু, যুগ্ম সম্পাদক শেখ মোস্তফা কামাল সোহেল, দফতর সম্পাদক জাকের হোসেন, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর কামাল, সাংগঠনিক সম্পাদক মো. জামান, শ্রমিকলীগ সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন, সহ-সভাপতি আবুল হাসেম, বাছেদ মিয়া, দেলোয়ার মোল্লা, এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন মাহমুদ, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাসুদ ইব্রাহীম প্রমুখ।

অনুষ্ঠানে বাংলাদেশ সমাজ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইফতার পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মার সুখ-শান্তি, সুনাম ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
আইএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ