ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

বাহরাইন

বাহরাইনে সিলেট সোসাইটির ইফতার মাহফিল

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:২১, জুলাই ২, ২০১৫
বাহরাইনে সিলেট সোসাইটির ইফতার মাহফিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানামা থেকে: বাহরাইনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বৃহত্তর সিলেট সোসাইটি।

বুধবার (০১ জুলাই) দেশটির রাজধানী মানামার কিউই রেস্তোরাঁয় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।



শামীম আহমদ ওলী ও রানা আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি খালেদ মাহমুদ অলীদ।

এতে অতিথি ছিলেন বাহরাইন বিএনপির সভাপতি প্রকৌশলী মো. জাহাঙ্গীর তরফদার, জাতীয় শ্রমিক লীগ সভাপতি আইয়ুবুর রহমান আকাশ, মানামা মহানগর বিএনপির সভাপতি হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার খোকন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট সোসাইটি মুহাররাক শাখা সভাপতি মো. আবদুল হাই রিপন, রিপা শাখা সভাপতি সোহেল মিয়া, জিদহাফস শাখা সভাপতি মির্জা ফারুক, গালালী শাখা সভাপতি ধন মিয়া, মারুফ আহমেদ, সালেহ আহমেদ, দিলদার মাহমুদ, এম এম এ শামীম, জালাল আহমেদ বাতির, আবুল মিয়া,

আতাউর রহমান, আহাদ মিয়া, মো. হারুন, আনোয়ার হোসেন, রমিজ আহমেদ, ইউসুফ হাকিম, নাসির উদ্দীন, আলী হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতা ছাড়াও বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন।
 
ইফতারের আগে দেশ,জাতি ও মুসলিম উম্মাহের সুখ-শান্তি সুনাম ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
 
বাংলাদেশ সময়: ০৩২০ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ