ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

আওয়ামী লীগ

শেকৃবিতে ছাত্রলীগের সম্মেলন ২৭ নভেম্বর

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৯, নভেম্বর ১০, ২০১৭
শেকৃবিতে ছাত্রলীগের সম্মেলন ২৭ নভেম্বর

ঢাকা: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রলীগের সম্মেলন আগামী ২৭ নভেম্বর (সোমবার) ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) শেকৃবি ছাত্রলীগকে সম্মেলনের নির্দেশ দিয়ে একটি চিঠি দিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক।

শেকৃবি ছাত্রলীগের সভাপতি নাজমুল হক চিঠির বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

চিঠিতে বলা হয়, শেকৃবি শাখা ছাত্রলীগকে আরও গতিশীল ও বেগবান করতে আগামী ২৭ নভেম্বর সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করতে বর্তমান কমিটির নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় কমিটি চলতি বছরের ১১ এপ্রিল সম্মেলনের ঘোষণা দিয়েছিলো। বিজ্ঞপ্তি ছাড়াই কোনো এক অজানা কারণে পিছিয়ে যায় সেই সম্মেলন। এরপর কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ১৫ এপ্রিল সম্মেলন করতে চাইলেও পারেননি।

এ বিষয়ে জানতে চালে সাইফুর রহমান সোহাগ বাংলানিউজকে বলেন, এবারের সম্মেলন পেছানোর কোনো সম্ভাবনা নেই। জাকজমকপূর্ণভাবে শেকৃবিতে সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

২০১৩ সালের ১১ অক্টোবর নাজমুল হককে সভাপতি এবং দেবাশীষ দাসকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য শেকৃবি শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ