ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

শিল্প-সাহিত্য

আন্দোলনের নতুন ভাষা নির্মাণ করেছেন সোমেন চন্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:১৫, মার্চ ১৩, ২০২১
আন্দোলনের নতুন ভাষা নির্মাণ করেছেন সোমেন চন্দ

ঢাকা: সোমেন চন্দ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নতুন ভাষা নির্মাণ করেছেন বলে উল্লেখ করেছেন তার 'জন্মশত বর্ষ ও ৭৯তম প্রয়াণ দিবসে’র আলোচনা সভার বক্তারা।  

শুক্রবার (১২ মার্চ) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে সোমেন-তাজুল পাঠাগারে প্রগতিশীল লেখক সংঘের উদ্যোগে শহীদ লেখক সোমেন চন্দের জন্মশত বর্ষ ও ৭৯তম প্রয়াণ দিবস উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রগতিশীল লেখক সংঘের সভাপতি কবি গোলাম কিবরিয়া পিনু।  

সংগঠনের সাধারণ সম্পাদক কবি দীপংকর গৌতমের সঞ্চালনায় আলোচনা পর্বে কথা বলেন কথাসাহিত্যিক শামসুজ্জামান হীরা, সংগঠক-লেখক জাকির হোসেন, ড. সেলু বাসিত, অভিনু কিবরিয়া ইসলাম, মীর মোশাররফ হোসেন, হাবীব ইমন, সোহেল তারেকসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নতুন একটি ভাষা নির্মাণ করেছেন সোমেন চন্দ।  

সভায় সোমেন চন্দের জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশে একটি শোষণমুক্ত গণতান্ত্রিক সমাজ নির্মাণে লেখক-সাহিত্যিকদের গণমুখী ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ০৬১৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
আরকেআর/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।