ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

শিল্প-সাহিত্য

দুই বাংলার ১০০ কবিকে সমধারার সম্মাননা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৬, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
দুই বাংলার ১০০ কবিকে সমধারার সম্মাননা

ঢাকা: বাংলাদেশ ও কলকাতার একশজন কবিকে সম্মাননা দিয়েছে সমধারা সাহিত্য সাময়িকী।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ছায়ানটে বিকেল ৪টায় দুই বাংলার একশজন কবির হাতে এ সম্মাননা তুলে দেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।



প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী বলেন, আমি এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। কারণ দুই বাংলার এত কবিকে একসঙ্গে পাওয়াও ভাগ্যের বিষয়। নতুনদের এভাবে অনুপ্রেরণা দেওয়া উচিত।

সমধারার সম্পাদক সালেক নাসির উদ্দিন বলেন, আমি যখন নতুন লেখকদের নিয়ে কাজ করেছি, তখন দেখেছি অনেকেই এদের কবিতা ফেলে দিতে চেয়েছেন। কিন্তু আমার কথা হলো, যদি নতুনদের সুযোগ না দেই তাহলে এরা লিখবেন কী করে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি হেলাল হাফিজ, কাইয়ুম নিজামীসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।