ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

শিল্প-সাহিত্য

শিল্পকলা পদক-২০১৪ পাচ্ছেন ৭ গুণীজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৫, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
শিল্পকলা পদক-২০১৪ পাচ্ছেন ৭ গুণীজন

ঢাকা: সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য ৭ গুণীজনকে শিল্পকলা পদক-২০১৪ প্রদান করা হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় অনাড়ম্ভর অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ প্রধান অতিথি হিসেবে ‌উপস্থিত থেকে ত‍াদের হাতে এ পদক তুলে দেবেন।



মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় নাট্যশালা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রপতির সঙ্গে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর উপস্থিত থাকবেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

পদক প্রাপ্তরা হলেন- বজলুর রহমান বাদল (নৃত্যকলা), পণ্ডিত অমরেশ রায় চৌধুরী (কন্ঠ সঙ্গীত), পণ্ডিত মদন গোপাল রায় (যন্ত্র সঙ্গীত), সৈদয় আবদুল্লাহ খালিদ (চারুকলা), আশরাফুল আলম (আবৃতি), লাকি এনাম (নাট্যকলা) এবং ড. শহীদুল আলম (ফটোগ্রাফি)।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

এছাড়াও শিল্পকলা একাডেমী সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রকাশনা ও গবেষণা শাখার পরিচালক আব্দুর রহিম মোল্লা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।