(কবি সুভাষ মুখোপাধ্যায় স্মরণে)
তখন কেই-বা জানতো
এপার-ওপার বাংলার মানুষগুলান,
এই কালবেলাতেও ঘ্রাণহীন—
বারোমাসি-ফুল চাষাবাদে যপে যাবে
একটাই কবিতার— লা-শরিক তাসবিহ!
অথচ এইতো সেদিন
বৈঠকখানা আরাম কেদারায় আধশোয়া
স্বয়ং কবি একখান,
কবিতার খাতা অফ-হোয়াইট রেখেই তো আড়চোখেই সেরে নিলেন বিড়াল তপস্যা:
প্রভুর কল্যাণে ওরা আজ খুনি।
ফুলের হন্তারক নয়, নতুন কবিতা অদৃষ্টে
একের পর এক খুন হয়ে যাচ্ছে ইঁদুর সব।
অথচ দু’পারের মানুষগুলান,
এখনও কি বাঙাল!
ফুলের খুন মেনে নিয়েই বাসিমুখে,
কখনো-বা এস্রাজের যুগলবন্দিতে
যপে যাচ্ছে একটাই সে লা-শরিক তাসবিহঃ
‘ফুল ফুটুক আর নাই ফুটুক’
সেও নাকি বসন্ত! পর সমাচারে— আজও?
বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৫
এমজেএফ