ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

কৃষি

মাগুরায় আধুনিক রাইস ট্রান্সপ্লান্ট যন্ত্রের উদ্ধোধন

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৯, জানুয়ারি ২৪, ২০২১
মাগুরায় আধুনিক রাইস ট্রান্সপ্লান্ট যন্ত্রের উদ্ধোধন আধুনিক রাইস ট্রান্সপ্লান্ট যন্ত্র। ছবি: বাংলানিউজ

মাগুরা: রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় আধুনিক রাইস ট্রান্সপ্লান্ট যন্ত্র দিয়ে মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নে হাইব্রিড বোরো ধানের চারা রোপণের কার্যক্রম উদ্ধোধন করা হয়েছে।

রোববার (২৪ জানুয়ারি) সকালে ওই ইউনিয়নে ফসলের মাঠে এ আধুনিক যন্ত্রটি দিয়ে ৮৪ জন কৃষকের ধানের চারা রোপণ করা হয়।

জেলা কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক সুশান্ত কুমার প্রামাণিকের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) ডা. আশরাফুল আলম, উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সুফিয়ান, মঘি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসনা হেনা বেগম প্রমুখ।

এ সময় মঘি ইউনিয়নের প্রায় ২শ’ কৃষান-কৃষানিরা উপস্তিত ছিলেন। পরে আধুনিক যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।